ভালুকায় তিন যুবদল নেতা বহিষ্কার

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় তিন যুবদল নেতাকে বহিষ্কার ও করা হয়েছে, কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে পেশীশক্তি প্রদর্শন ও দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে এনে মো. মজিবুর রহমান, মো. জিয়াউর রহমান ও শাহজাহান প্রধানকে দল থেকে বহিষ্কার করা হয়।

(১৯ ফেব্রুয়ারী)  বুধবার সকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত দিয়েছেন।

পেশীশক্তি প্রদর্শনপূর্বক দখলবাজিতে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান প্রধানকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন