মৌলভীবাজার প্রতিনিধি \ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালকদের ভলিবল ও বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ ফেব্রয়ারি) বুধবার মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৬
বালক-বালিকারা অংশগ্রহণ করে। বালকদের ভলিবল প্রতিযোগিতায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় দল ২-০ সেটের ব্যবধানে রায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের ব্যাডমিন্টন একক চ্যাম্পিয়ান হয় বৈশাখী দাশ ও রানার্সআপ হয় জরিনা বেগম এবং ব্যাডমিন্টন দ্বৈত প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ান হয় বৈশাখী দাশ, রিয়া আক্তার জুটি ও রানার্সআপ হয় নূরজাহান আক্তার, আমিনা আক্তার জুটি। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে জেলা ক্রীড়া অফিস উদ্যোগে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান,
মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী আমিরুল ইসলাম সাহেদ। উক্ত ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং অভিভাবক বৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন