দুবাই চেম্বারের ব্রাঞ্চ করবে বাংলাদেশে -দুবাই আবির বিজনেস কাউন্সিল

মোহাম্মদ সেলিম
আরব আমিরাত প্রতিনিধি

দুবাই চেম্বারের ব্রাঞ্চ  করবে বাংলাদেশে -দুবাই আবির বিজনেস কাউন্সিল নেতবৃন্দের সাথে ইপিবি ভাইস চেয়ারম্যান  আনোয়ার হোসেন বলেন।

বাণিজ্য মন্ত্রণালয় ইপিবি ভাইস চেয়ারম্যান  মো: আনোয়ার হোসেন বলেছেন, দুবাই চেম্বার এর প্রেসিডেন্ট শেখ লুতা কিছুদিনের মধ্যে বাংলাদেশে যাবেন এবং দুবাই চেম্বারের ব্রাঞ্চ করবেন। তাতে করে দুই দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধের পরেও দুবাই গাল্পফুড মেলায় বাংলাদেশ থেকে ৪১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করায় সেইসব প্রতিষ্ঠানের ৭৩ জন বাংলাদেশকে ভিসা দেওয়া হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)  আবির ভেজিটেবল মার্কেট পরিদর্শন করে আবির বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।  এই সময় উপস্থিত ছিলেন
 রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক খালিদ মাহমুদ,কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার,উপ সচিব মোহাম্মদ জাকির হোসেন,আবির বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জুলফিকার  ওসমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব সৈনিক,সহ-সভাপতি  সিআইপি নজরুল ইসলাম,উপদেষ্টা  সিআইপি মোহাম্মদ নুরুল আবছার,যুগ্ন সম্পাদক কে কে দে বিপ্লব,রাসেল খান,সাইফুল ইসলাম তালুকদার, রেজাউল আহমেদ চৌধুরী,মোরশেদুল আলম,মজিবুল হক মনজু  সহ অনেকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন