চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৩২০ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড

উইল ইয়ং আর টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩২১।

করাচির জাতীয় স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে নিয়ে ৩৯ রান তোলেন ইয়ং। কনওয়ে অবশ্য ১০ রান করেই বোল্ড হন লেগস্পিনার আবরার আহমেদের বলে।

 

অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার পর পরের ওভারে ব্যাটিং স্তম্ভ কেন উইলিয়ামসনকেও (১) হারিয়ে বসে নিউজিল্যান্ড। তাকে উইকেটরক্ষকের ক্যাচ বানান নাসিম শাহ। এরপর ড্যারিল মিচেল (১০) ফেরেন হারিস রউফের শিকার হয়ে। ৭৩ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনকে ১০ রানের মধ্যে আটকে দিয়েও স্বস্তি মেলেনি পাকিস্তানের। ইয়ং আর ল্যাথাম শতরানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

 

ইয়ং সেঞ্চুরি তুলে নেন ১০৭ বলে। অবশেষে ১১৪ রানের জুটিটি ভাঙেন নাসিম শাহ। তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন ইয়ং। ১১৩ বলে ১০৭ রানের ইনিংসে ১২টি বাউন্ডারি আর ১টি ছক্কা হাঁকান কিউই ওপেনার।

এরপর ল্যাথাম আর গ্লেন ফিলিপস ঝড় তুলে যোগ করেন ৭৪ বলে ১২৫। ৩৯ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দিয়ে যান ফিলিপস।

৯৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ল্যাথাম অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। ১০৪ বলে ১০ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ১১৮ রান আসে তার ব্যাট থেকে।

 

পাকিস্তানের নাসিম শাহ আর হারিস রউফ নেন দুটি করে উইকেট।

জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন