সিলেট প্রদেশের দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ‍্যোগে সভা অনুষ্ঠিত

কে এম আবুতাহের চৌধুরী ||

সিলেট বিভাগের চারটি জেলা সিলেট ,মৌলভীবাজার ,হবিগঞ্জ ও সুনামগঞ্জকে নিয়ে সিলেট প্রদেশ ঘোষণার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ‍্যোগে গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয় ।সংগঠণের সাউথ ইষ্ট রিজিয়নের আহ্বায়ক হারুনুর রশীদের সভাপতিত্বে ও সদস‍্য সচিব তাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন কে এম আবুতাহের চৌধুরী ,নুরুল ইসলাম মাহবুব ,মোহাম্মদ মকিস মনসুর ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,খান জামাল নুরুল ইসলাম ,আব্দুর রহিম রন্জু ,কদর উদ্দিন ,সৈয়দ করিম ,আব্দুল বাছিত রফি ,ডঃ আজিজুল আম্বিয়া ,আব্দুল মুকিত ,খালেদ চৌধুরী ,আব্দুল মালিক প্রমুখ ।
সভায় বক্তারা বলেন -১৯৪৭ সালে গণভোটের মাধ‍্যমে পাকিস্তানে যোগদান করেছিল ।পাকিস্তান আমলে ও বাংলাদেশ আমলে সিলেট বিভাগের তেমন কোন উন্নতি হয়নি ।সিলেট বিভাগ সব সময় বৈষম‍্যের শিকার ।সিলেটের খনিজ সম্পদ ,চা বাগান ,রাবার বাগান সহ সকল প্রাকৃতিক সম্পদে সারা বাংলাদেশের উন্নয়ন হলেও সিলেটের সমস‍্যার এখনও কোন সমাধান হয় নি ।বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি দূর্যোগময় মুহুর্তে  সিলেটবাসীর অবদান ইতিহাসের অন্তর্গত ।
সংস্কার কমিশন বাংলাদেশে চারটি প্রদেশ  করার প্রস্তাব করলেও সিলেট বিভাগকে প্রদেশ করার কোন প্রস্তাব করেনি ।এটা আরেকটি বৈষম‍্য বলে বক্তারা উল্লেখ করেন ।
বক্তারা বলেন -পাকিস্তান আমল থেকেই দেশে বিদেশে সিলেট প্রদেশ গঠণের দাবীতে আন্দোলন চলছে ।তাই অবিলম্বে সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে স্বতন্ত্র প্রদেশ ঘোষণার দাবী জানানো হয় ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন