এস এম ফজলুঃ
জেলা পুলিশের “মাস্ক”সপ্তাহের মঞ্চ থেকে পুলিশের কাজে সহযোগিতা করে ফ্রি “মাস্ক” বিতরণ কর্মসূচিতে একাত্ম তা পোষন করে কুসুমবাগ এস আর প্লাজার সামনে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে শাহবন্দর যুব সংস্থা (শাযুস)।
৩০শে নভেম্বর সোমবার সকাল ১১টায় কুসুমবাগ জেলা পুলিশের “মাস্ক”সপ্তাহের মঞ্চে শাযুস সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলীর সভাপতিত্বে ও শাযুস সাধারন সম্পাদক আতাউর রহমান ইকতিয়ার এর সঞ্চালনায় ফ্রি “মাস্ক” কর্মসূচি উদ্বোধন- করেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইয়াছিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল চন্দ্র দেব – পুলিশ পরিদর্শক তদন্ত মৌলভীবাজার মডেল থানা।
আরও বক্তব্য রাখেন খালেদ চৌধরী – প্রধান পৃষ্ঠপোষক শাযুস, জামাল উদ্দিন – উপ প্রধান পৃষ্ঠপোষক শাযুস, আলা উদ্দিন আলা – পৃষ্ঠপোষক সদস্য শাযুস, রুহেল আহমদ পৃষ্ঠপোষক সদস্য শাযুস, নজমুল হক – পৃষ্ঠপোষক সদস্য শাযুস, জুবায়ের আহমদ জুবের – সাবেক সভাপতি শাযুস, হাফেজ আহমদ মাহফুজ – সাবেক সভাপতি শাযুস, ফরিদুল ইসলাম ফরাজ অর্থ সম্পাদক শাযুস, প্রমুখ।
অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাযুস কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন