লন্ডনের সেন্ট প্যানক্রাস কমিউনিটি অ্যাসোসিয়েশনে আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রবাসী অধিকার পরিষদ এই আয়োজনের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশে সুযোগ করে দিচ্ছে।
অনুষ্ঠানটি আগামী ২১শে ফেব্রুয়ারি লন্ডনের ৬৭ প্লেন্ডার স্ট্রিট, NW1 0LB ঠিকানায় অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য ড্রেস কোড কালো এবং সাদা নির্ধারণ করা হয়েছে, এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
আয়োজকরা জানান, ৫ থেকে ১৯ বছর বয়সী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণের জন্য চিত্রকর্ম ১৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। জমা দেয়ার ঠিকানা, [email protected]
এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত এবং প্রবেশ ফ্রি। অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে উজ্জীবিত করবে এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরবে।লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন বহুভাষিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এ ধরনের আয়োজন স্থানীয় কমিউনিটিগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করে এবং মাতৃভাষার সংরক্ষণ ও প্রচারের গুরুত্ব তুলে ধরে।
এছাড়া, লন্ডনে বাংলা তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা হওয়ায়, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার নতুন প্রজন্মের মধ্যে তাদের শিকড়ের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন