সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

প্রধান অতিথি এসময় বলেন, সুস্থ্য দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিতে হবে। যারা খেলাধুলায় আসতে চাই, তাদের সহযোগিতা দিতে হবে। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে আরও খেলোয়াড় উঠে আসুক এবং তারা দেশের জন্য ভূমিকা রাখুক এটা আমাদের প্রত্যাশা।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া  সংস্থার আহŸায়ক কমিটির সদস্য আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা, সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহিনী তাবাসসুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।

খেলায়  ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আক্তারুজ্জামান মুকুল, আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শেখ রফিকুর রহমান লাল্টু ও শেখ রবিউল ইসলাম শিবলু, স্কোরার দায়িত্ব পালন করেন, মো. ফজলুল করিম, ও সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান।

উদ্বোধনী খেলায় এরিয়ান্স ক্লাব বনাম ইউনুস আলী স্মৃতি সংসদ অংশ নেয়।##

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন