বক্স অফিসে তাণ্ডব, ৬ দিনে কত আয় করল ‘ছাভা’?

gbn

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’ মুক্তি পেয়েছে শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস। মাত্র ৬ দিনেই দুইশ কোটি ছুঁই ছুঁই সিনেমাটির।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘ছাভা’ ষষ্ঠ দিনে ভারতে ৩২ কোটি টাকা আয় করেছে।

যার ফলে ঐতিহাসিক এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা। মুক্তির প্রথম দিন ৩১ কোটি টাকা আয় দিয়ে যাত্রা শুরু করে ছাভা। দ্বিতীয় দিন আয় তুলে নেয় ৩৭ কোটি। তৃতীয় দিন ৪৮.৫ কোটি, চতুর্থ দিন ২৪ কোটি, পঞ্চম দিন ২৫.২৫ কোটি ও ষষ্ঠ দিন ৩২ কোটি (প্রাথমিক রিপোর্ট) টাকা ঘরে তোলে সিনেমাটি।

ছয় দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকার বেশি আয় তুলে নিয়েছে।

 


 

‘ছাভা’ ২০২৫ সালের প্রথম সিনেমা হতে চলেছে যা ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির আয় অতিক্রম করেছে। মুক্তির প্রথম দিন উদ্বোধনী আয়ের দিক থেকেও বছর সেরার রেকর্ড এখন ছাভার ঘরেই।

 

এদিকে, ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।

শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা। 

 


 

ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন