সাফল্যের পথচলার ১২ বছর জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম

জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম ||

যুক্তরাজ্য থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর ১ যুগ পূর্তি উপলক্ষে আমাদের সম্মানিত পাঠক,পাঠিকা,সংবাদ দাতা"বিজ্ঞাপন দাতা এবং শুভাকাঙ্খীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা,তাই বিগতো দিনের মতো আগামীতেও সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ রইলো।

বিশ্বের কোথায় কি ঘটছে তা আপনাদের কাছে সবার আগে পৌছে দিতে প্রতি নিয়ত কাজ করছে আমাদের একদল দক্ষ সংবাদ কর্মীরা।


২০১৩ সালের ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহিদদের স্মরণ রেখে যাত্রা শুরু করা রাকিব হোসেন রুহেলের সম্পাদনায় জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম আজ সাফল্যের ১ যুগ পেরিয়ে সবার অন্তরে জায়গা করে নিয়েছে কর্ম,দক্ষতা,শততা ও নিষ্টার মাধ্যমে।

এরপর যাত্রপথে নতুন সংযোজন হয় জিবি টিভি অনলাইন।
যার মাধ্যমে উঠে আছে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন চিত্র।
জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম ও জিবি টিভি মূলত বর্তমান যুগের বিকল্প এক সুন্দর গণমাধ্যম,যার পেছনে রয়েছে আর্ত ও মানবতার সেবায় নিয়োজিত আমাদের চ্যারিটি ও সেবা মূলক কার্যক্রম-
যা ব্রিটিশ এশিয়ান আফ্রিকান ইন্টারন্যাশনাল ডেভেলপম্যান্ট সোসাইটি-বিএএআইডিএস, বিগত ১৯৯৫ সালে নিউজিল্যান্ডে দেড়হাজার সদস্য নিয়ে যাত্রা শুরু। বর্তমানে এই চ্যারিটি জিবিনিউজ ফাউন্ডেশন নাম ধারণ করে অত্যন্ত জরুরী ও প্রয়োজনীয় পরিবার প্রতি বাসস্থান তৈরি, রিক্সা প্রদান, পানীয় সুপেয় জলের ব্যবস্থা হিসেবে টিউবওয়েলের ব্যবস্থা কার্যক্রম পরিচালিত হচ্ছে।ইনশাআল্লাহ আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যেও গরীব অসহায় মানুষদের এবং নিডি সংবাদ কর্মীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে সেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবো।
জিবিটিভির এই চলার পথে আমরা আপনাদের সর্বাঙ্গীন সহযোগীতা চাই। আপনিও হোন আমাদের সঙ্গী।
ধন্যবাদান্তে-
রাকিব এইচ রূহেল

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন