গোপালগঞ্জ প্রতিনিধি //
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত বারোটা এক মিনিটে গোপালগঞ্জ পৌর পার্ক শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এরপর শ্রদ্ধা জানান গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেসক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাব, জেলা বিএনপির নেতাকর্মীরা’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান’সহ অন্যান্য পেশা জীবিরাও শ্রদ্ধা জানান।
এছাড়াও ভাষা আন্দোলনের মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি)তে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়াও দিবসের কর্মসূচি হিসেবে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকৃত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলার সদর উপজেলা, মুকসুদপুর উপজেলা, কোটালিপাড়া উপজেলা, টুঙ্গিপাড়া উপজেলা ও কাশিয়ানি উপজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে /
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন