প্রবাসীদের বিনিয়োগে বিশ্বনাথে ‘শাহজালাল কংক্রিট ব্লক ইন্ডাষ্ট্রিজ’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ //

প্রবাসীদের বিনিয়োগে সিলেটের বিশ্বনাথে পরিবেশ বান্ধব পদ্ধতিতে ‘ব্লক-কংক্রিট-টাইলস’ উৎপাদনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘শাহজালাল কংক্রিট ব্লক ইন্ডাষ্ট্রিজ’।

উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর গ্রামে ‘বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী-সিঙ্গেরকাছ সড়ক’র পাশ্ববর্তি স্থানে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৯ জন যুক্তরাজ্য প্রবাসীসহ ১১জন উদ্যোক্তা নিজেদের কষ্ঠার্জিত অর্থের্র বিশাল বিনিয়োগে গড়ে তুলেছেন পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত বিশাল প্রতিষ্ঠানটি।

 

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী গৌছ আলী। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন জামেয়া মাদানিয়া মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম ছমির মিরেরচরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ান হোসেন দিনার, জামেয়া মাদানিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ আলী, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী মঈনুর রহমান, সমাজসেবক হেলাল মিয়া, প্রতিষ্ঠানের পরিচালক ও যুক্তরাজ্য প্রবাসী রায়হান আহমদ মনির, সেলিম মিয়া, সেবুল মিয়া, মকবুল মিয়া, ফারুক মিয়া ও ব্যবসায়ী নজির আলী, প্রতাব আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, শাহ সানি, রামপাশা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আফিজ আলী, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক শাহ টিপু’ প্রমুখ’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান ‘শাহজালাল কংক্রিট ব্লক ইন্ডাস্ট্রি’র পরিচালকরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী ময়ুর মিয়া, রায়হান আহমদ মনির, সেলিম মিয়া, ফারুক মিয়া, ইকবাল চৌধুরী, মকবুল মিয়া, সেবুল মিয়া, সামছুল হোসেন, নুরুল হক ও ব্যবসায়ী নজির আলী, প্রতাব আলী।

 

যাত্রা শুরু সম্পর্কে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া জানান, পোড়া ইটের বিকল্প হিসেবে স্থাপনা, রাস্তাঘাট বা ইমারত নির্মানের জন্য বøক ও পাকিং টাইলসের প্রায় ৩০ ধরনের আইটেম এখানে দূষণ মুক্ত পরিবেশে উৎপাদিত হবে। এর পাশাপাশি অসহায় ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষেই ওই বিশাল বিনিয়োগ। এর পাশাপাশি আরও দুটি (অটো রাইস মিল ও ডেইলী ফার্ম) প্রতিষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে আমাদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন