জৈন্তাপুর সংবাদদাতা //
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
শুক্রবার একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫২,র ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতি-২, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জৈন্তাপুর, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, জৈন্তাপুর প্রেসক্লাব, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদ, সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবি শ্রমিক ট্রেড ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় পুষ্পার্ঘ্য অর্পণে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন