জিবি নিউজ প্রতিনিধি//
গত ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, বিকাল ৪টায় জহুর হোসেন চৌধুরী হল মিলনায়তন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায়,২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র মাতৃভাষা পদক-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাপসনিউজকে এ সংবাদ পরিবেশন করেছেন সাংবাদিক মিজানুর রহমান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ।বিশেষ অতিথি- সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড.হামিদা খানম,অধ্যাপক কর্নেল কাজী শরীফ উদ্দিন (অব:), সাবেক অতিরিক্ত সচিব মোতাহার হোসেন ।শুভেচ্ছা বক্তব্য রাখেন লে. কর্নেল মহসিন আলী খান (অব:), পিএসসি, সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী সড়ক ও জনপদ বিভাগের ইঞ্জিনিয়ার এনায়েতুর রহমান ।
সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর সভাপতি এমএম ইকবাল আলমগীর ।
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি‘র মাতৃভাষা পদক-২০২৫ পেয়েছেন মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী মাতৃভাষা পদক-২০২৫ (মরণোত্তর), ভাষা শহীদ আবদুস সালাম, বিচার বিভাগে বিশেষ অবদানের জন্য বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, সাহিত্যে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কবি হাসান হাফিজ, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রোকেয়া হায়দার, মাল্টিমিডিয়া ব্যক্তিত্ব, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ড. হামিদা খানম, অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাহিত্যে ও নারী সাংবাদিকায় বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) দিলারা হাশেম, পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য জসিম উদ্দিন আহমেদ (সিআইপি), ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার ভ্যানটেজ ওয়্যারস লি:, সেনটেক্স ফ্যাশনস লি:, সেনটেক্স টেক্সটাইল এন্ড এ্যাপারেলস লি:, ইউরোপে বাংলা ভাষা প্রসারে বিশেষ অবদানের জন্য মাহবুবর রহমান, এডিটর ইন চীফ, ইউরো বাংলা টাইমস, প্রধান উপদেষ্টা, ইউরোপিয়ান বাংলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ও সভাপতি, অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাব, বীমা খাতে বিশেষ অবদানের জন্য আহমেদ সাইফুদ্দীন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী পিএলসি, পোশাক শিল্পে বিশেষ অবদানের জন্য ইঞ্জিনিয়ার মশিউর রহমান বিপ্লব,সিইও, ওয়েস্ট এ্যাপারেলস লি., ওয়েস্ট বেস্ট আর্টিয়ারস লি:, নীট গার্ডেন এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য লায়ন শাহাদাত হোসেন, প্রথম ভাইস জেলা গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি ২, বাংলাদেশ এবং জনশক্তি রপ্তানিতে বিশেষ অবদানের জন্য রোটারিয়ান জাহাঙ্গীর আলম রাজ, প্রোপ্রাইটর,দি ফাতিহা ইন্টারন্যাশনাল (আর.এল-২২৩১)।
প্রধান অতিথি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া তার বক্তব্যে বলেন, ভাষা আমাদের মৌলিক অধিকার হিসাবে শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতিক। ভাষার জন্য আত্মত্যাগ করা শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সেই সাথে মাতৃভাষার প্রতি আমাদের অটুট ভালোবাসা, একদিন আমাদের মানবিকতা ও ঐক্যকে আরো ও শক্তিশালী করবে।
মাতৃভাষা রক্ষা ও মানবাধিকার এবং ভাষাভাষী মানুষের অধিকার রক্ষার আন্দোলনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করি এই উদ্যোগ ভাষার প্রতি আমাদের কর্তব্যবোধকে আরও নিবিড় করবে এবং মানবাধিকার রক্ষার সংগ্রামে সবার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাহিত্যে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক-২০২৫ প্রাপ্ত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক তার বক্তব্যে বলেন, বাংলা ভাষা আমাদের শিকড়, আমাদের আবেগ, আমাদের সমাজের প্রতিচ্ছবি। আমাদের শহীদদের আত্মত্যাগের কারণে আমরা আজ আমাদের মাতৃভাষা রক্ষার অধিকারী। আমি বিশ্বাস করি “ হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এর এই উদ্যোগ মানবিকতা, সংহতি এবং ভাষাভাষী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি আমাদের নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করবে এবং ভাষার প্রতি তাদের দায়িত্ববোধ আরও গভীর করবে।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমাকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য মাতৃভাষা পদক-২০২৫ প্রদান করে সম্মানিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ অতিথির বক্তব্যে ড. সৈয়দ নকীব মুসলিম বলেন, ভাষা আন্দোলনের ৭৩ বছর পর আমাদের কাছে একটি আবহমান দিনের বার্তা রয়েছে, তা হলো ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা এবং তার সঠিক ব্যবহার বজায় রাখা। ভাষা আন্দোলনের ইহিতাস আজকের দিনে শুধু আমাদের কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেয় না, বরং এটি ভবিষ্যত প্রজন্মকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে। ভাষার মর্যাদা রক্ষা এবং বিকাশে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনিয়। ড. হামিদা খানম বলেন, বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং এর মর্যাদা রক্ষা করা শুধুমাত্র ভাষার একটি বাহক হিসেবে নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলন হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এই উদ্যোগ বাংলা ভাষার মর্যদা রক্ষায় গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে, অধ্যাপক কর্নেল কাজী শরীফ উদ্দিন (অব:) তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য অমূল্য আত্মত্যাগের একটি দিন, যা আজও বাঙালির হৃদয়ে এক অবিস্মরণীয় দিন হয়ে রয়েছে, এই দিনটি ছিল বাঙালি জাতির ভাষা আন্দোলনের শিখর, যেখানে নিরপরাধ ছাত্ররা নিজেদের জীবন উৎসর্গ করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, সেই ঐতিহাসিক দিনে যারা জীবন দিয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, বিশ্বব্যাপী ভাষার অধিকার এবং সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আজকের এই মাতৃভাষা পদক-২০২৫ কার্যক্রম স্বরণীয় হয়ে থাকবে, মোতাহার হোসেন তার বক্তব্যে বলেন, প্রযুক্তির সঙ্গে সঙ্গে কিছু নতুন চ্যালেঞ্জও সামনে এসেছে, ইংরেজি ভাষার আধিপত্য, বাংলা ভাষার বিকৃত ব্যবহার এবং কম্পিউটার বা মোবাইল ফোনে স্বয়ংক্রিয় বানান সংশোধন, যার ফলে অনেক সময় ভাষার সঠিক ব্যবহার হুমকির মুখে পড়ে, আমি মনে করে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির এই মহতি উদ্যোগ বাংলা ভাষার সঠিক ব্যবহারের গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন