লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৮ তম জন্মদিন পালন

স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৮ তম জন্মদিন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবর সকালে বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে স্কাউটস কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়।এসময় শোভাযাত্রাটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউটস অফিস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিনের পরিচালনায় প্রধানঅতিথির বক্তব্য রাখেন  নেজারেত ডেপুটি কালেক্টর মো.নাহিদ নিয়াজ শিশির।

এছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাবেক সহ সভাপতি ধূর্জটি কুমার বসু,দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে,জেলা স্কাউটসের সহ সভাপতি মিদুল চন্দ তালুকদার,  কমিশনার কানন বন্ধু রায়, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,  কোষাধ্যক্ষ আব্দুস সত্তার, সদর উপজেলা স্কাউটসের কমিশনার নাসরিন আক্তার খানম,এড.আনিসুজ্জামান শামীম, স্কাউটস ব্যাক্তিত্য কুহিনূর  বেগম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আনোয়ারা ফেরদৌস,  সাবেক কোষাধ্যক্ষ আবুল কাশেম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার লিটন চন্দ্র সরকার, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের ইউনিট লিডার লুৎফুর রহমান।

 

এসময় বক্তারা বলেন, স্কাউটস শিক্ষার্থীদের জন্য ভালো একটি উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী স্কাউটসের সাথে জড়িত থাকা প্রয়োজন।স্কাউটসের মাধ্যমে অনেক কিছু শেখা যায়।

 

 

সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন