সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম |
আজ ২২শে ফেব্রুয়ারী ২০২৫ রোজ রবিবার মৌলভীবাজার বেঙ্গল কনফারেন্স হলে পারস্পরিক সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিচালক জনাব আজমল আহমদ চৌধুরীর সঞ্চালনায়, ব্যবস্হাপনা পরিচালক নুরজাহান সুয়ারার সভাপতিত্বে উক্ত সাধারণ সভায় সম্মানিত কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন জরুরী বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ২০২৪ সালের প্রতিবেদন পেশ আলোচনা ও অনুমোদন।
২০২৪ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের আয় ব্যয়ের হিসাব বিবরণী পেশ আলোচনা ও অনুমোদন।
সংস্হার সাধারণ তহবিল, যাকাত তহবিল, ইনহেলারের বিশেষ তহবিল, শিক্ষা ও স্হায়ী আমানতের সংগৃহীত অর্থের তহবিল সম্পর্কিত আলোচনা ও সিদ্ধান্ত। সংস্হার উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ গঠন। আজকের সভায় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস, সৈয়দ তৌফিক আহমদ, আবিদুর রহমান, সুমন আহমদ, মুজির উদ্দিন আহমদ চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, ইফতেখার আহমদ। বিশেষ অতিথির মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ শাহাব উদ্দিন আহমদ। উল্লেখ্য যে পারস্পরিক সমাজকল্যাণ সংস্হা ২৪ শে অক্টোবর ১৯৮২ সাল থেকে মৌলভীবাজার জেলার অবহেলিত, সুবিধাবঞ্চিত, গৃহহীন, দুস্হ মানবতার সেবার মাধ্যমে উন্নত জীবন যাপন তথা আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন