গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি, পাত্র কে

অল্প সময়ের মধ্যেই দর্শক-অনুরাগীদের মুগ্ধ করেছিলেন নার্গিস ফাখরি। তবে সময়ের পালাবদলে বলিউডের সঙ্গে এ অভিনেত্রীর দূরত্ব বেড়েছে। সিনেমার আলোচনা থেকে এখন বহুদূরে তিনি।

জানা গেছে, বলিউডে দুই দুইবার মন ভাঙার পর সব কিছু গুটিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নার্গিস। প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে। দ্বিতীয়বার উদয় চোপড়ার সঙ্গে নার্গিসের সঙ্গে প্রেমের আলোচনায় তোলপাড় সৃষ্টি হয় বলিউডজুড়ে। কোনো সম্পর্কই তাকে শান্তি দেয়নি। এবার গোপনে বিয়ে করে আবারও সংবাদের শিরোনামে এলেন নার্গিস।

 

নার্গিস ফাখরির বিয়ের খবরটি ছড়িয়ে পড়লে অনুরাগীদের মনে প্রশ্ন জাগে-পাত্র কে? জানা গেছে, উদয় চোপড়ার সঙ্গে প্রেম ভাঙার পরই যুক্তরাষ্ট্রের নাগরিক টোনি বেগের সঙ্গে মন দেওয়া-নেওয়া শুরু হয় নার্গিস ফাখরির। বছর খানেক সম্পর্কের পর এবার তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসলেন এ অভিনেত্রী।

গোপনে বিয়ে করলেন নার্গিস ফাখরি, পাত্র কেসুইজারল্যান্ডে হানিমুন করছেন নার্গিস ফাখরি

 

ঢাকঢোল পিটিয়ে জাঁকজমক পরিবেশে নয়, বরং লস অ্যাঞ্জলসে দুই পরিবারকে সাক্ষী রেখে গোপনে সাধারণ পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন নার্গিস ফাখরি। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ওয়েডিং কেক’র ভাইরাল ছবি নিয়ে তার বিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যেখানে বর-কনের নামের আদ্যাক্ষর লেখা- ‘এনএফ’ এবং ‘টিবি’। সঙ্গে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ‘শুভ বিবাহ’।

বলিউড সূত্রে জানা গেছে, টোনি বেগ যুক্তরাষ্ট্রের একজন সফল উদ্যোক্তা। মূলত তিনি কাশ্মীরি পরিবারের ছেলে। তবে যুক্তরাষ্ট্রেই তার বেড়ে ওঠা। বিগত তিন বছর ধরে নার্গিস ফাখরির সঙ্গে প্রেম করেছেন। যদিও সম্পর্কে থাকাকালীন বিষয়টা গোপনেই রেখেছিলেন টনি-নার্গিস। এবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

 

ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাদের বিয়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেননি। কিন্তু বর্তমানে এ দম্পতি সুইজারল্যান্ডে হানিমুন করছেন। সেখান থেকে একটি ছবি শেয়ার করেই অনুরাগীদের মাঝে বিয়ের জল্পনা-কল্পনায় নতুনামাত্রা যোগ করলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন