মিজানুর রহমান মিজান
করিনি ক্ষতি করে তব ডাকাতি
এ পেল কোন নীতি বুঝে আসে না।।
সালামে দেয় গালি মন্দ করলে উটবে জ্বলি
এর সাথে কেমনে চলি সদা করি ভাবনা।।
শুধু করে ফুসফাস মারতে চায় ঢুসঢাস
ছোবল দিতে হাহুতাশ নিরন্তর হৃদয়ে পোষে যন্ত্রণা।।
ভাল মন্দ সবে রাগ যথা তথা বসায় ভাগ
কলিজায় তার পড়ছে দাগ বিবেকহারা কান্ড কারখানা।।
ভবের সব তার হলে ভাব তার জলে স্থলে
একক আধিপত্য খাটালে মগডাল তার আস্তানা।।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন