মৌলভীবাজারে ধর্ষণ করতে না পেরে ১০ বছরের শিশুকন্যাকে গলা ও হাতের কবজি কেটে হত্যা

কমলগঞ্জ প্রতিনিধি //

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনাটি ধামাচাপা দিতে ১০ বছরের শিশুকন্যাকে গলা ও হাতের কবজি কেটে হত্যা করা হয়। গ্রেফতারের পর আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার দুই যুবক।

 

 

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানানো হয়।

 

প্রেস ব্রিফিংয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সূত্র ধরে ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) কে এবং ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩) কে গ্রেফতার করা হয়।

 

 

 

গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

 

 

গ্রেফতার দিবস রেংগেট শমশেরনগর চা বাগানের নারায়ন টিলার লাছানা রেংগেট এর ছেলে এবং উজ্জ্বল বাউরি একই এলাকার সুনিল বাউরীর ছেলে।

 

 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ঘটনার রহস্য উদঘাটনে লাশের সুরতহাল এবং তদন্তের আলামত অনুযায়ী ঘটনার ১৭ দিন পর শমশেরনগর চা বাগানের দিবস রেংগট ও উজ্জল বাউরিকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

উল্লেখ্য, শমশেরনগর চা বাগানের ৬ নম্বর শ্রমিক বস্তির চা শ্রমিক আপ্পানা রেলীর মেয়ে পূর্ণিমা রেলী গরু আনতে গিয়ে গত ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন ৬ ফেব্রুয়ারী সকালে চা বাগান লেকের ধারে গলা ও হাতের কবজি কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন