সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বনভোজন-২০২৫ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী বিমানবন্দর রোডস্থ লাক্কাতুরা চা বাগানের কোম্পানী বাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেটের সভাপতিত্বে ও সাবেক পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ.এস. শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উপদেষ্টা পরিষদের আহবায়ক নুরুদ্দীন আহমদ এডভোকেট, সদস্য জাকির আহমদ এডভোকেট, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) এ এম মিজানুর রহমান, পরিচালক (আপ্যায়ন বিভাগ) রাফি ইব্রাহিম সহ ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেটসহ অন্যান্য পরিচালকবৃন্দ।
সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেট ক্লাবের সদস্যদের বিনোদনের লক্ষে প্রতিবছর এভাবে পরিবারসহ ক্লাবের সদস্যদের নিয়ে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই আয়োজনে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
জিবি নিউজ প্রতিনিধি//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন