আজ মেহজাবীনের গায়ে হলুদ, কাল বিয়ে

অবশেষে সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করতে যাচ্ছেন ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব। আজ ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। কাল হবে বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, আজ সকাল থেকেই গায়ে হলুদের সাজে সেজেছেন কনে মেহজাবীন। শোবিজের অনেকে অংশ নিচ্ছেন আজকের আয়োজনে। বেশ নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে নিমন্ত্রিত অতিথিদের। তোলা যাবে না ছবি। করা যাবে না ভিডিও। যাবেন, কনের গায়ে হলুদ ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন এবং খাওয়া দাওয়া ও আড্ডায় মেতে উঠবেন।

 

জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে আজ সকাল ১০টায় মেহজাবীনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। একই ভেন্যুতে আগামীকাল বসবে বিয়ের আসর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ে বাড়ির খানা ও আনন্দ।

লাক্স তারকা মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেকদিনের। এরই মধ্যে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। মডেল ও টিভি অভিনেত্রী মেহজাবীন এখন চলচ্চিত্রের অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দেখেছেন বিশ্বমঞ্চের দর্শক-সমালোচকরাও। রাজীবও পরিচালক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, প্রযোজক হিসেবেও করেছেন শুভযাত্রা।

 

জীবনের এই সময়টাকেই বেছে নিয়েছেন তারা বিয়ের জন্য। কাছের মানুষ ও ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা।

জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন