বৃটেনের কার্ডিফ বিএনপি-র উদ্দ্যোগে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাকিব হোসেন খান ||

"যথাযোগ্য মর্যাদায় ও গভীর  ভাবগাম্ভীর্যের সাথে ২১ শে ফেব্রুয়ারি বৃটেনের ওয়েলস রাজধানী কার্ডিফের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কার্ডিফ ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে কার্ডিফের গ্র্যাঞ্জমুর পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্মরণ সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টার পূর্ব থেকে কার্ডিফ ও ওয়েলস (যুক্তরাজ্য) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক  জনসাধারণ সমবেত হন।

সিলেট মহানগর ৮নং ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, কার্ডিফ বিএনপি এর নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  আলহাজ্ব আসরাফ হোসেন এর সভাপতিত্বে এবং কার্ডিফ যুবদলের সাবেক সহ
সভাপতি সাবেক ছাত্রনেতা  মাহমুদ আলির পরিচালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভীবাজার জেলার সাবেক যুবদল নেতা  মাসুদ আহমেদ। 

এছাড়াও, উক্ত সমাবেশে  বক্তব্য রাখেন: সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা নুরুল আলম চৌধুরী, বিএনপি নেতা তমছির আলি, রাকিব হোসেন, মিনার আহমেদ, আব্দুর নুর, সামাদ আহমেদ, ছাত্রনেতা মো. জুয়েল আহমেদ,  ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ, ছাত্রদল নেতা নবাব উদ্দিন সহ  প্রমুখ নেতৃবৃন্দ। 

উক্ত সমাবেশে উপস্থিত বক্তাবৃন্দ ৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের পাশাপাশি দেশ ও বিদেশে বাংলা ভাষা ও বাংলাদেশকে নেতৃত্বের আসনে অধিষ্ঠের লক্ষ্য নিয়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, উপস্থিত সকলে দলমত নির্বিশেষে বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে কার্ডিফ বিএনপি এর সকল নেতাকর্মীদের পক্ষ হতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন