কোহলির সেঞ্চুরি, পাকিস্তানকে প্রায় বিদায় করে সেমিতে ভারত

পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠেন বিরাট কোহলি, হারানো ফর্ম ফিরে পান- এটা ছিল জানা কথা। সেটা আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আবারও প্রমাণিত হলো। শেষ মুহূর্তে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করলেন তিনি।

সে সঙ্গে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিলো ভারত। আর স্বাগতিক পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত করে দিলো তারা। আগামীকাল, সোমবার নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

 

দুবাইতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়র মুখে ৪৯.৪ ওভারে ২৪১ রান তুলেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৪৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে পাকিস্তানের ফিল্ডারদেরও দায় আছে এ ক্ষেত্রে। সহজ কয়েকটি ক্যাচ মিস করেছে তারা। সেগুলো ধরতে পারলে ফল ভিন্নরকম হতেও পারতো।

৪৩তম ওভারে যখন খুশদিল শাহ বল করতে শুরু করলেন, তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪ রান। আর সেঞ্চুরি পূরণ করতে বিরাট কোহলির প্রয়োজন ৫ রান। সেঞ্চুরিটা কী হবে? এমন শঙ্কায় দোদুল্যমান ভক্ত-সমর্থকরা। প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিলেন কোহলি। সবাই হতাশ হয়ে গেলো।

 

পরের বলে অক্ষর প্যাটেল সিঙ্গেল নিয়ে আবারও কোহলিকে দিলেন স্ট্রাইকে। এবার আর ভুল করলেন না সময়ের সেরা এই ব্যাটার। এবার খুশদিল শাহকে বাউন্ডারিই মেরে দিলেন। সেঞ্চুরিও পূরণ করলো কোহলির, সে সঙ্গে জয়ের বন্দরেও পৌঁছে গেলো ভারত।

এ নিয়ে ওয়ানডে ক্রিকেটে ৫১তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। ছুঁয়ে ফেললেন শচিন টেন্ডুলকারকে। সব মিলিয়ে (তিন ফরম্যাটে) ৮২টি সেঞ্চুরি হলো কোহলির। এর মধ্যে ৩০টা টেস্টে এবং ১টি টি-টোয়েন্টিতে।

২৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ভারত দ্রুত রোহিত শর্মার উইকেট হারিয়ে ফেলে। অধিনায়ক আউট হন ১৫ বলে ২০ রান করে। শুভমান গিল এবং বিরাট কোহলি ৬৪ রানের জুটি গড়ে ভারতকে সহজ জয়ের পথে নিয়ে যান। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। আজ আউট হন ৪৬ রান করে।

 

এরপর বিরাট কোহলি এবং স্রেয়াশ আয়ার মিলে ১১৪ রানের জুটি গড়েন। ৬৭ বলে ৫৬ রান করে আউট হন স্রেয়াশ আয়ার। হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান ৮ রান করে। অক্ষর প্যাটেল ৩ রান করেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি ২ উইকেট নেন এবং ১টি করে উইকেট নেন আবরার আহমেদ ও খুশদিল শাহ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন