রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ ও উৎসব বোনাস প্রদানের দাবি মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার থেকে: আসন্ন রমজান মাসে বিনা বেতনে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ছাঁটাই বন্ধ। ঈদুল ফিতরে উৎসব বোনাস প্রদান। বাজারদরের সাথে সংগতি রেখে নিম্মতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা। ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন কার্যকর করার দাবিতে গতকাল শহরের চৌমুহনা এলাকায় মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল করে। মিছিল পরবর্তী রাতে চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, মৌলভীবাবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন ও হোটেল শ্রমিকনেতা বিজয় দেবনাথ,আল আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন রমাজন মাস আসার আগেই দ্রব্যব্যমূল্যের বাজার উর্দ্ধমূখী। যা রমজান মাসে আরও বাড়বে। সেরকম অবস্থায় রমজানকে অজুহাত করে মালিকরা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদেরকে বিনাবেতনে শ্রমআইন লঙ্ঘন করে ছাঁটাই করে দেন। এমনিতেই সারা বছর হোটেল- রেস্টুরেন্ট শ্রমিকদের চাকুরিচ্যুতি করা। স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও থাকা-খাওয়ার সু-ব্যবস্থা না থাকা। কথায় কথায় বিনা কারণে চাকুরিচ্যুতি করা। নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং শারিরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি সমস্যা-সংকট নিয়ে হোটেল-রেস্টুরেন্ট শ্রকিদের জীবন-জীবীকা চালাতে হয়। তদোপুরি রমজান মাস আসলে আরেক দফা ছাঁটাই নির্যাতনের খড়্ধসঢ়;গ নেমে আসে শ্রমিকদের কর্মজীবনে। সভা থেকে আসন্ন রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ। ঈদুল ফিতরে মাসিক বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের জোর দাবি জানানো হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন