শ্রেষ্ঠ মডেলের স্বীকৃতি নিলেন খালেদ হোসেন চৌধুরী

দেশের জনপ্রিয় মডেল খালেদ হোসেন চৌধুরী। দীর্ঘদিন ধরেই তিনি কাজ করে যাচ্ছেন শোবিজের নানা মাধ্যমে। তবে একজন মডেল হিসেবেই তাকে বেশি সক্রিয় দেখা গেছে। সম্প্রতি আগের মতো আর নিয়মিত নন। বেছে বেছে কাজ করেন। মডেল-অভিনেত্রী রোদেলাকে বিয়ে করে মন দিয়েছেন সংসারে।

এর ভিড়েই খালেদ সম্প্রতি শ্রেষ্ঠ মডেল হিসেবে পেলেন স্বীকৃতি। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ সালের শ্রেষ্ঠ মডেল হিসেবে ভূষিত হয়েছেন তিনি। গেল শনিবার (২২ ফেব্রয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

সেখানে খালেদ হোসেন চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবুল হোসেন মজুমদার।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘আজকের এই সম্মাননা আমার জন্য খুবই অনুপ্রেরণা। আমার কর্মক্ষেত্রের গতিশীলতাকে আরও বৃদ্ধি করবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মাননা ও ভালোবাসা প্রদানের জন্য।’

এবার বাবিসাস ২৩-২৪ আজীবন সম্মাননা লাভ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আনোয়ারা বেগম, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংগীতে ফেরদৌস আরা। বিশেষ সম্মাননা পান চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, রুবেল, তাসিক আহমেদ। বিভিন্ন ক্ষেত্রে আরও পুরস্কার পান ডিএ তায়েব, মামনুন হাসান ইমন, নিরব হোসেন, জয় চৌধুরী, সিয়াম আহমেদ, শিবা সানু, রাশেদ মামুন অপু, নাজনীন হাসান খান, মো. ফাহাদ, গোলাম কিবরিয়া তানভীর, রোমানা ইসলাম মুক্তি, শবনব বুবলী, শবনম পারভীন, অর্পনা রানী রাজবংশী, ববি হক প্রমুখ।

 

সংগীতে বিশেষ অবদানস্বরূপ সম্মানিত হন মনির খান, রবি চৌধুরী, ইথুন বাবু, বেবি নাজনীন, ডলি শায়ন্তনি, তসিবা বেগম প্রমুখ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন