বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে

বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে নিজেই জানালেন সুখবর। বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

তার স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি পেশায় বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু।

 

গত ২৩ ফেব্রুয়ারি শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার কথামতো সেদিনই আকদ সম্পন্ন হয়। শাকিলা জানান, আরবিন সোহানের সঙ্গে তহার পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন, চিনতেন। সেইসূত্রে প্রেম।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পেরে আনন্দিত শাকিলা। সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুখে দুঃখে একসঙ্গে দুজনে জীবনটা কাটিয়ে দিতে পারেন।

 

বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।

 

সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন