মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী কচুয়া মাঠে অনুষ্ঠিত

সাফওয়ান মনসুর//
মৌলভীবাজার জেলা সদরের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন  অব ৬ নং একাটুনা ইউনিয়ন তথা  সিপিএ ইউ সিক্স কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন ০৭ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ শে ফেব্রুয়ারি
কচুয়া ক্রিকেট  গ্রাউন্ডে সকাল ১১ টায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফাইনাল খেলায়টি হেইছ সুপার কিংস বনাম ডি ভি ডি টাইগার্সের জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সিজন ০৭ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুপার কিংস রানার্স আপ হয় টাইগার্সরা এছাড়াও অনুর্ধ্ব ১৮ এর সব খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট ০২ এর চ্যাম্পিয়ন হয় আয়ান কিংস ১১ রানার্সআপ হয় এম এম এন ভিক্টোরিয়ানস,

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান এর
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মোঃ আতাউর রহমান ফয়েজ ও সহ সাধারণ সম্পাদক ফয়জুল কবির মুরাদ এর যৌথ পরিচালনায়  উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান ও  কানাডা প্রবাসী কমিউনিটি লিডার  
ফয়সল আহমেদ চৌধুরী।


অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে থেকে অনলাইনে বক্তব্য রাখেন সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বিশিষ্ট ক্রীড়া সংগঠক  মুহিতুর রহমান হেলাল , একাটুনা ইউপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলি, সমাজসেবক আহমেদ আহাদ,মো: নানু মিয়া,ছালিকুল আলম টুকু ,গিয়াস উদ্দিন,মুজিবুর রহমান,রুবেল আহমেদ,শামীম আহমেদ,জুয়েল আহমেদ,শহীদ আহমেদ , জায়েদ আহমেদ ,অদুদ আলম মুফতি,আলমগীর আহমেদ ,শাহ আজিজ,জাকির হোসেন রুমান , টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রাজন মিয়া ও সদস্য সচিব মোঃ সাইদুল হাসান তানভীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনালিস্ট দুই দল প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু হায়দার রনি ও আবু জাহেদ চৌধুরী রাহিকে খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

চ্যাম্পিয়ান, ও রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী প্রত্যেক দলকে  ট্রপি, ক্রেষ্ট ও  পুরুস্কার হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রধান ও বিশেষ অতিথি  সহ সকল বক্তারা  সি পি এ ইউ সিক্সের এই সুন্দর আয়োজনের প্রশংসা করে বলেন অতীতের ধারাবাহিকতা বজায় রেখে  আগামীতেও একাটুনা ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত প্রবাসী সবাইকে নিয়ে সুন্দর এই আয়োজন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এবং ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক  মোঃ আতাউর রহমান ফয়েজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রাজন মিয়া ও সদস্য সচিব মোঃ সাইদুল হাসান তানভীর সহ কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।। *

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন