বইমেলায় সফিউল্লাহ আনসারী'র ছোটদের ছড়ার বই 'ঘাসফড়িং তিড়িং বিড়িং'

প্রতিনিধি: ছোটদের ছড়ার বই 'ঘাসফড়িং তিড়িং বিড়িং'প্রকাশিত হয়েছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করেছে কাব্য কথা। কবি-ছড়াকার, সাংবাদিক সফিউল্লাহ আনসারী তার ছড়ার বইয়ে ছোটদের উপযোগী ছড়ায় প্রকৃতি, স্কুল, বই, ফুল-ফল, প্রাণীসহ নানা ধরনের বিষয় ছন্দময় করে শিশুদের জন্য রচনা করেছেন এই ছড়ার বই।

প্রাসঙ্গিকভাবে লেখক বইটিতে চমৎকার ভাবে সহজ ভাষায় ফুটিয়ে তুলেছেন ছন্দের চিত্র। বইটির প্রচ্ছদ এঁকেছেন সজীব ওয়ার্সী। ছড়ার চমৎকার বইটি একুশে গ্রন্থমেলায় ক্ষুদে পাঠকদের মাঝে সাড়া ফেলেছে বলে জানান কাব্যকথা প্রকাশনীর কর্ণধার প্রকাশক জালাল খান ইউসুফী। কবি-ছড়াকার সফিউল্লাহ আনসারী'র 'ঘাসফড়িং তিড়িং বিড়িং' বইটি তার চতুর্থ ছড়াগ্রন্থ। লেখক শিক্ষকতা পেশার পাশাপাশি যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতায় জড়িত। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে সাহিত্য চর্চা করে চলেছেন। 

'ঘাসফড়িং তিড়িং বিড়িং' ছড়ার বইটি নিয়ে পাঠকের সাড়া ও শিশুদের মানসিক বিকাশে খুবই আশাবাদী লেখক। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন