জিবি নিউজ প্রতিনিধি//
সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকালে নগরীর বারুতখানাস্থ জেলা প্রেসক্লাবের মিলনায়তনে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
শাবিপ্রবি প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকতার ঐতিহ্যের ধারক সিলেট জেলা প্রেসক্লাব সবসময় আমাদের পাশে থেকেছে। অভিভাবক সংগঠন হিসেবে দিকনিদের্শনা দিয়ে পেশাদার সাংবাদিক গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। শাবিপ্রবি প্রেসক্লাবকে এ পর্যায়ে নিয়ে আসতে জেলা প্রেসক্লাবের ভূমিকা অনস্বীকার্য। ক্যাম্পাস সাংবাদিকতার মান উন্নয়নে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপুর্ন এ সম্পর্ক আগামীর পথচলাকে আরো সুদৃঢ় করবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাবের সহসভাপতি (১) মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দফতর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ জামিল, লাইব্রেরী সম্পাদক মো. আলী আকবর চৌধুরী, কার্যকরী সদস্য রণজিৎ সিংহ, রাজীব রাসেল।
শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জুবায়েদুল হক রবিন, সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, সহসভাপতি আদনান হৃদয়, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কবীর, কোষাধ্যক্ষ সাগর হাসান শুভ্র, কার্যকরী সদস্য সৈকত মাহাবুব, মো. মোফাজ্জল হক, সাগর হোসেন জাহিদ, নোমান ফয়সাল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন