হবিগঞ্জে জামায়াত নেত্রীর খু নী দের বিচার দাবিতে মানববন্ধন

gbn

হবিগঞ্জ প্রতিনিধি //

হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের রুকন মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মিনারা খাতুনের খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মিরপুর চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পাইলট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

 

 

এছাড়া মিরপুর ইসলামী একাডেমি, সান-শাইন হাইস্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, ব্লু-বার্ড স্কুল, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ ও মিরপুর আলিফ সোবহান চৌধুরী ডিগ্রি কলেজ ও মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নেয়।
 

মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, বাহুবল উপজেলা জামায়াতের আমীর ডাক্তার সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল, বিএনপি নেতা আব্দুল আহাদ কাজল, প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, শ্রমিক নেতা হোসাইন আল শামীম, নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে খুনীদের গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ ডিসি-এসপি অফিস ঘেরাও করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন।
 

 

প্রসঙ্গত- বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বাহুবল উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী মিনারা খাতুন (৩৫)কে নিজগৃহে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে দূর্বৃত্তরা। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে নির্মাণাধীন বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মিনারা খাতুন মহিলা জামায়াতের রুকন ছিলেন। ঘটনার একদিন পর ২৩ ফেব্রুয়ারি নিহত শিক্ষিকার স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন