ফারহানা বেগম হেনা
জিবি নিউজ টুয়েন্টিফোর ডটকম ইউকে ও জিবি টিভি'র এক যোগ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সোমবার ২৪ (শে ফেব্রুয়ারী) সিলেট অনলাইন প্রেসক্লাবে ব্যুরো প্রধান সাংবাদিক ফারহানা বেগম হেনা'র সভাপতিত্বে ও সিলেট প্রতিনিধি সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক সিনিয়র সাংবাদিক গুলজার আহমদ হেলাল।
প্রধান অতিথি গুলজার আহমদ হেলাল বলেন,কোথায় কি ঘটছে না ঘটছে তা বর্তমান সময়ে অনলাইন পত্রিকার ও অনলাইন টিভির মাধ্যমে তা মূহুর্তের মধ্যে সারা বিশ্বের সংবাদ এখন মানুষের মধ্যে পৌঁছে যায় এবং এই মূহুর্তে কোথায় কি ঘটছে তা আমরা প্রতি মূহুর্তেই পেয়ে যাই অনলাইন গণমাধ্যমের মাধ্যমে যার ফলে দিন দিন অনলাইন গণমাধ্যমের চাহিদা বেড়েই চলেছে।যে সংবাদ গুলো আমরা আগে প্রিন্ট পত্রিকার মাধ্যমে পেতাম তাও পরের দিন সেই দিন কে পাল্টে দিয়েছে এই অনলাইন গণমাধ্যম। লন্ডন থেকে পরিচালিত জিবি নিউজ ও জিবি টিভির পথ চলার এক যুগ পার করা এটা চাট্টি খানি কথা নয়।আমি এই অনলাইন গণমাধ্যমের প্রতিষ্ঠাতা কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যে উনি প্রবাসে অবস্থান করা সত্বেও দেশ,জাতি্ও মাটি ও মানুষের কথা চিন্তা করে জিবি নিউজ ও জিবি টিভির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে জিবি ফাউন্ডেশন নামে একটা সংস্থার মাধ্যমে মানুষের খুব কাছাকাছি গিয়ে তাদের জন্য মহতি কাজ করে যাচ্ছেন এ জন্য আমি উনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই জিবি নিউজ ও জিবি টিভির সাথে দেশে ও প্রবাসে থেকে যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাদের কেও জানাই আন্তরিক ধন্যবাদ এই গণমাধ্যমের উত্তর উত্তর স্মমৃধি কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক সাংবাদিক এম সাইফুর তালুকদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামাল আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী।
এতে উপস্থিত ছিলেন ক্লাব সদস্য মোঃ আলমগীর আলম, দেলওয়ার হোসেন মান্না প্রমুখ।
অনুষ্ঠান শেষে যোগ পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেন সম্মানিত অতিথি বৃন্দ। হাটি হাটি পা পা করে একটি চ্যানেল এক যোগ অতিক্রম করা এটা কিন্তু চাট্টি খানি কথা নয় এবং নানাবিধ প্রকল্প নিজে কাজ করছে জিবি পরিবার তাঁর ভূয়সী প্রসংসা করেন অতিথি বৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন