অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা

দেখতে দেখতে সময় ঘনিয়ে আসছে। আগামী ২ মার্চ বাংলাদেশ সময় রাত ৭টায় ক্যালিফোর্নিয়ায় বসবে ৯৭তম অস্কারের আসর। অনুষ্ঠানটি উপস্থাপন করবেন জনপ্রিয় কমেডিয়ান কনান ও’ ব্রায়েন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে ডলবি থিয়েটার থেকে, যা বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে দেখানো হবে।

মূল পুরস্কার প্রদান আয়োজনের আগে রেড কার্পেট শো শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। সেখানে পারফর্ম করবেন বিশ্বসেরা তারকারা। অস্কার কমিটি এক ই-মেইল বার্তায় পারফর্ম করা তারকাদের সেই তালিকা প্রকাশ করেছে।

 

অস্কারের মঞ্চে পারফর্ম করবেন যেসব তারকা

সেখানে বলা হয়েছে, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে নাচ-গানে মঞ্চ মাতাবেন ডোজা ক্যাট, সিঁথিয়া এরিভো, অ্যারিয়ানা গ্রান্দে, ব্ল্যাকপিঙ্কের লিসা, কুইন লাতিফা এবং রেই। এই তারকাখচিত পরিবেশনাগুলো বিশ্ব চলচ্চিত্রের ঐতিহ্য ও কিংবদন্তিদের সম্মান জানাতে আয়োজিত হবে।

 

এক বিশেষ পরিবেশনায় চমক হিসেবে যোগ দেবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোয়ারেল।

 

অনুষ্ঠানের এক্সিকিউটিভ প্রডিউসার রাজ কাপূর এবং কেটি মুলান জানিয়েছেন, আরও অনেক তারকা যোগ দেবেন অস্কারের মঞ্চে। তাদের নামের তালিকাও প্রকাশ হবে দ্রুতই।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন