স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। অনেক জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিজয় সরণি সংলগ্ন নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শনকালে এসব বলেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের কোর কমিটির মিটিং ছিল। সেখানে সেনাবাহিনী ও পুলিশসহ সকলকে নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ঢাকার অলিগলিতে টহল বৃদ্ধিসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেগুলোর বাস্তবতা পরিদর্শন করতেই এক ঘণ্টা ঢাকা শহরে ঘুরে দেখলাম।
তিনি বলেন, প্রত্যেক মোড়ে পুলিশের টহল গাড়িসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতংক তৈরি হয়েছিল আশা করি খুব দ্রুতই উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলমান। চিহ্নিত ছিনতাইকারী আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। খুব দ্রুতই সুফল পাওয়া যাবে।
নিরাপত্তা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা আসতে পারতেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, আমার জানামতে স্বরাষ্ট্র উপদেষ্টাও পরিদর্শন করছেন, তবে তিনি মিডিয়ার সামনে আসেন একটু কম। তিনিসহ তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন এবং দেখছেন টহল ঠিকমতো হচ্ছে কি না। প্রচার না হলেই যে সরকার কাজ করছে না, তা নয়। তবে ঠিকভাবে সেটা হয়তো প্রচার হচ্ছে না।
একটি আইনশৃঙ্খলা বাহিনীর মহাপরিচালক রাতে চেকপোস্ট পরিদর্শনে এসে বলেছেন, বাংলাদেশে চাঁদাবাজি কমে এসেছে বলেই চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এমন বক্তব্য যিনি দিয়েছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি প্রত্যেক সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। আগের যারা চাঁদা কালেকশন করতো তাদের জায়গায় নতুন লোক চলে এসেছে। এদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে।
তিনি আরও বলেন, অনেক জায়গায় আমরা দেখি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো বাকিদের উৎসাহিত করে এ ধরনের কাজ করার জন্য। রাজনৈতিক জায়গা থেকে যদি এ ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন