অভিনয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহর মেয়ে

gbn

মিশর ও লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর মেয়ে মক্কাহ। আসন্ন রমজান মাসে টেলিভিশনে তার অভিষেক করতে চলেছে। মক্কা জনপ্রিয় মিশরীয় সিরিজ ‌‘কামেল এল আদাদ’- এর তৃতীয় সিজনে অতিথি চরিত্র হিসেবে অভিনয় করবেন। এই খবরটি শোবির পরিচালক খালেদ এল হালাফাওয়ি মিশরীয় চ্যানেল অন টিভিতে প্রকাশ করেছেন।

এল হালাফাওয়ি নিশ্চিত করেছেন, এই সিজনে নতুন তারকারা আসবেন। তাদের মধ্যে মক্কার বিশেষ উপস্থিতি থাকবে। যদিও তার চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। সিরিজটি একাধিক সন্তানের পরিবার এবং তাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম ও সুখ-দুঃখকে কেন্দ্র করে নির্মিত।

 

মক্কা ২০১৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। ১১ বছর বয়সে তিনি অভিনয়ে যুক্ত হলেন। বলা হচ্ছে মিশরে আসছে রমজানে সবচেয়ে আলোচিত নাম হতে যাচ্ছে মক্কা। এরইমধ্যে তার অভিনয়ে আসার খবরটি বেশ আলোড়ন তৈরি করেছে।

অভিনয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহর মেয়ে

 

পরিচালক খালেদ এল হালাফাওয়িকে অভিনয় দক্ষতা এবং আর্লা ভাষায় সাবলীল সংলাপ দিয়ে মুগ্ধ করেছেন মক্কা। এল হালাফাওয়ি মন্তব্য, ‘আমি চিন্তিত ছিলাম যে তার অভিনয় দক্ষতা কেমন হবে। সে কি সঠিক আরবি বলতে পারবে কি না সেটা নিয়েও দুশ্চিন্তা ছিল। কিন্তু মেয়েটি আমাকে অবাক করে দিয়েছে। সে খুবই স্মার্ট এবং ভাল আরবি বলতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সালাহর অংশগ্রহণের স্বপ্ন দেখছিলাম। তবে তার মেয়ে মক্কাকে নিয়ে কাজ করতে পেরে বেশি ভালো লাগছে।’

 

মোহাম্মদ সালাহ এবং ম্যাগি দম্পতির বড় কন্যা মক্কা। তাদের দ্বিতীয় কন্যার নাম কায়ান। তার বয়স ৫ বছর।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন