মারা গেছেন জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি

gbn

না ফেরার দেশে পাড়ি জমালেন ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি। বৃহস্পতিবার রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬। 

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

তিনি লিখেছেন, ‘ওড়িশার বিখ্যাত অভিনেতার প্রয়াণে শোকাহত। উত্তম মহান্তির প্রয়াণে ওড়িয়া শিল্প জগতে এক বিশাল শূন্যতা তৈরি হলো। যদিও দর্শকমনে তার স্থান চিরকালীন। আমি তার আত্মার চিরশান্তি কামনা করি।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’

 

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন উত্তম মহান্তি। সম্প্রতি সিরোসিস অব লিভার ধরা পড়েছিল প্রবীণ এই অভিনেতার। এর পর তাকে দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

 

 

খবর, একই সঙ্গে নিউমোনিয়া এবং সিরোসিস অব লিভারে ভুগছিলেন তিনি। চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থার আরো অবনতি ঘটায় তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 

১৯৫৮ সালে বারিপদায় জন্মগ্রহণ করেন বহু সফল ছবির নায়ক উত্তম।

১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তার। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়ায় আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 

 

তার ‘চকলেট বয়’ ইমেজ দর্শককে মুগ্ধ করেছিল। অভিনেতার ঝুলিতে রয়েছে ‘নিঝুম রাতিরা সাথী’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’,  ‘মুতালাগা’, ‘সাহারি বাঘাগে’, রাহেনা, ‘চাকা ভাউনারী’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘রজনীগন্ধা’র মতো সফল ছবি। 

তার সঙ্গে টলি অভিনেত্রী ও সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একসময় জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন। পাশাপাশি, অভিনেত্রী স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের জুটি দর্শকের প্রিয় ছিল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন