পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত ১৭

gbn

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মাদ্রাসা প্রাঙ্গণের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রাসার শীর্ষ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১২ জন।

 

পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত আকোরা খাট্টাকের দারুল উলুম হাক্কানিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর মুসল্লিরা যখন বের হচ্ছিলেন তখন সামনের সারিতে বোমাটি বিস্ফোরিত হয়।

খাইবার পাখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জুলফিকার হামিদ জানিয়েছেন, মাওলানা সামি-উল-হক হাক্কানির ছেলে মাওলানা হামিদ-উল-হক হাক্কানি এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন।

 

রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন