হাকিকুল ইসলাম খোকন//
২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত জেএসডির আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি চক্রান্তে লিপ্ত। এ সকল ষড়যন্ত্র চক্রান্তকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ডাকসু ডিপি স্বাধীনতার পতাকা উত্তোলন করে সশস্ত্র মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলে।
এত বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফ্যাসিবাদী সরকার দলীয়করণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে উপস্থাপন করার সুযোগ রয়েছে।৭১ এর গৌরব ক্ষুন্ন করলে অন্য কোন গৌরব উজ্জ্বল হবে না।
দেশ শাসনে পেশাজীবীদের সংযুক্ত না করলে শাসন ব্যবস্থা রূপান্তর হবে না। এই গভীর সত্যকে সকল রাজনৈতিক দল উপলব্ধি করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গত ২৭ ফেব্রুয়ারি ,বৃহস্পতিবার জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব । সভাপতি ভাষনে তিনি বলেন,২ মার্চ, ৩ মার্চ,৭ মার্চ, ২৬ মার্চ জিয়াউর রহমানের সামরিক বিদ্রোহ যথাযথ পালনের উদ্যোগ নিতে হবে।কিন্তু এসব বিষয়ে সরকার নীরব। প্রকৃত ইতিহাস ছাড়া রাষ্ট্র নির্মাণ করা যায় না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু,আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান, জেএসডির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন , জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম নিক্সন, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন