সিলেট মহানগর খেলাফত মজলিসের মিছিল, সমাবেশ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

আইন সৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষা দাবিতে এবং সুরমা-কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মানে ভারতীয় বিএসএফ কর্তৃক বাধা দানের প্রতিবাদে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
 খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি রোধে নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহবান জানান। ব্যবসায়ীদের অনুরোধ করে বলেন রমজান মাসে মুনাফা কম করে রোজাদারদের কষ্ট লাঘবে সহযোগিতা করেন। ভারতীয় আগ্রাসন বন্ধে সরকারকে আরোও কঠোর হওয়ার আহবান জানান।

 

 

 


মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরী সহসভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, কে এম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ মনজুরে মাওলা, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওঃ জাকারিয়া আল হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহকারী সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন কামিল, সহকারী বায়তুলমাল সম্পাদক মাস্টার মোঃ ফারুক মিয়া, সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন