জীবনের গল্পে কাউকে ঠকানোর চেয়ে ঠকা বেশি লাভজনক
রাজু আহমেদ ||
আমি যদি কাউকে বঞ্চিত করি তবে আমিও নিশ্চিতভাবে বঞ্চিত হবো। কেউ যদি আমাকে বঞ্চিত করে তবে সেও নির্ঘাত বঞ্চিত হবে। নিয়তির অমোঘ বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। কাজেই কাজ/আচরণের বাইরে গিয়ে এখানে বেশি আশাবাদী হওয়া কিংবা অহেতুক হতাশায় ভোগার খুব বেশি প্রয়োজনীয়তা নাই। এমনকি সুযোগও নাই। মানুষের বর্তমান অবস্থান তাদের ভবিষ্যতকে নির্ধারণ করবে।
ঠকিয়ে যাচ্ছ? ঠকার প্রস্তুতি নিয়ে রাখো। তুমি ঠকছো সেটা দুনিয়ার কেউ না দেখলেও তুমি টের পাবে। ঠকিয়ে কেউ জিততে পারে না। যারা ঠকায় তাদেরকে সুখে থাকার অভিনয়ে দেখা যেতে পারে কিন্তু বাস্তবে ভেতরটা পুড়ে যাচ্ছে। মানুষের অভিশাপ নিয়ে, দীর্ঘশ্বাস জমিয়ে দুনিয়ায় কেউ ভালো থাকবে?- অসম্ভব। ক্ষতি করলে খেসারত দিতেই হবে। ক্ষততে পড়লে ক্ষতিপূরণ পাবেই। একটি কথাও পুনরাবৃত্তি ছাড়া যায় না। যা রেখে দিবে তাই প্রত্যাবর্তন করবে।
দুর্দিন এবং সুদিন সমান্তরালে চলে। দুর্দিন হাতের কামাই। সুদিনও কাজের কামাই। কখনোই সীমালঙ্ঘন করা ঠিক নয়। কাউকে কাঁদালে তাকেও কাঁদার প্রস্তুতি রাখতে হবে। কাউকে হাসালে তোমার জীবনেও হাসির উপলক্ষণ তৈরি হবে। মানুষ যা আশা করে সে তাই ভোগ করবে। ব্যথা দিলে ব্যথা পাবে। কথা দিলে তাকেও কেউ কথা দিবে। কথা দেওয়ার চেয়েও পণ মনে রাখা বেশি গুরুত্বপূর্ণ। সামনে চলতে চলতে অতীতে ফিরে তাকিও। অহেতুক প্রত্যাশা করে জীবনকে জ্বালিও না।
মানুষ যা-কিছুর যোগ্য না সে তা পাবে না। সব সময় মানুষ পরীক্ষায়। সুখের সময় সে অকৃতজ্ঞ হলে এবং কষ্টের সময় ভাগ্যকে গালি দিলে- তা লিখে রাখা হয়। কাজেই সবখানে, সবকিছুতেই ধৈর্য ধারণ করো। কেউ বাড়াবাড়ি করলে তাকে বারণ করো। মানুষ যদি স্বার্থপর হয় তবে তার সঙ্গীদেরকেও স্বার্থপরতার মোড়কে পাবে। বাহির দেখে মনে হবে বন্ধু কিন্তু মুখোশে শত্রু ভাবাপন্ন থাকবে। কাউকে বুক পেতে দিলে ভালোবাসা পাবে কিন্তু যদি কেউ পিঠ দেখিয়ে যায় তবে সে অনাদর, অবহেলায় ডুববে।
জীবনের গল্পে কাউকে ঠকানোর চেয়ে ঠকা বেশি লাভজনক। যাকে মানুষ ঠকায় স্রষ্টা তাকে জিতিয়ে দেয়। মানুষ কাউকে ব্যথা দিলে রব তাকে রহমের সাথে কাছে টেনে নেয়। কাজেই কারো সাথে কথা বলে ব্যথা দেওয়ার আগে ভাবা উচিত। অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে জিহ্বা, মন এবং মস্তিষ্ককে সবচেয়ে বেশি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। মুখের হাসি অবিরাম রেখে মানুষের কাছাকাছি পৌঁছানো প্রয়োজন। দুনিয়াতে সবচেয়ে ভালোবাসা দামি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন