রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের

gbn

পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব উপলক্ষে ফিলিস্থিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল, তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটিতে ইসরায়েল সম্মত বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

গতকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর ইহুদিদের বসন্ত উৎসব শুরু হবে আগামী এপ্রিলের ১২ তারিখ থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এই সময়টুকুতে যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছিল প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতি। গতকাল শনিবার শেষ হয়েছে এর মেয়াদ। যুক্তরাষ্ট্র চায় এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানো হোক। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সায় থাকার কথা জানানো হয়েছে।

 

এদিকে প্রথম ধাপের যুদ্ধবিরতিতে ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি আটজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। অন্যদিকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠাতে বিলম্ব করে ইসরায়েল। শেষ পর্যন্ত ইসরায়েল গত বৃহস্পতিবার মিসরের কায়রোয় নিজেদের প্রতিনিধিদল পাঠায়।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয় ইসরায়েল। তারা প্রথম ধাপেরই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় এবং সেই উদ্দেশ্যেই কায়রোতে প্রতিনিধিদল পাঠিয়েছে।

 

অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নয়। তারা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের আলোচনা করতে চায়।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন