রেকর্ড গড়ছে ‘ছাবা’, তৃতীয় সপ্তাহের আয় কত

gbn

বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। তারপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ছাবা’।

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী নির্ভর এ সিনেমা নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তবে এর প্রভাব পড়েনি ব্যবসার খাতায়। মুক্তির পরে তৃতীয় সপ্তাহে এসে এ সিনেমাটি বিশ্বজুড়ে বক্স অফিস সংগ্রহ ৬০৮.৬৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৪ কোটি টাকারও বেশি। ভারতে এ সিনেমাটি এখন পর্যন্ত ৪৫৯.৫ কোটি রুপির ব্যবসা করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৩৭ কোটি টাকারও বেশি।

 

নির্মাতা লক্ষ্মণ উতেকার ও অভিনেতা ভিকি কৌশলের জীবনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত ‘ছাবা’। সিনেমাটি বেশ কিছু রেকর্ড ভাঙতে যাচ্ছে। হিসাব থেকে জানা যাচ্ছে, ‘ছাবা’ সালমান খানের ‘সুলতান’ সিনেমার রেকর্ড ভেঙে দেবে। ‘সুলতান’সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৬১৪ কোটি রুপি। এরই মধ্যে আমির খানের অন্যতম সফল সিনেমা ‘দঙ্গল’র রেকর্ড ভেঙে এগিয়ে যাচ্ছে ‘ছাবা’। ‘দঙ্গল’সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি রুপি।

মুক্তির প্রথম দিনে ‘ছাবা’ ব্যবসা করেছিল ৩১ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে সিনেমার বক্স অফিস সংগ্রহ ছিল ১১৬.৫ কোটি রুপি। প্রথম সপ্তাহে ২১৯.৫ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।

 

‘ছাবা’র পাশাপাশি এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে ‘সুপার বয়েজ অফ মালেগাঁও’ ও ‘ক্রেকজি’ নামের দুটি সিনেমা। তবে সেই সিনেমাগুলোর প্রভাব পড়েনি ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবির উপর।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন