অস্কার সম্প্রচার দর্শক কমলেও জনপ্রিয়তা বেড়েছে তরুণদের মাঝে

gbn

সদ্যই অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। রবিবার (২ মার্চ ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। অনুষ্ঠানটি এবিসি এবং হুলু’তে সম্প্রচার করা হয়।

এটি বিশ্বব্যাপী ২০০টিরও বেশি দেশে দেখানো হয়েছে। তথ্য অনুসারে, এ বছর অস্কারের অনুষ্ঠানে দর্শকসংখ্যা কমেছে গতবারের চেয়ে। যদিও তরুণ দর্শকদের আগ্রহ বেড়েছে অস্কারকে ঘিরে।

 


 

অস্কার কতৃপক্ষ ও আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে দেখা যাচ্ছে, ২০২৫ সালের অস্কার সম্প্রচারের পর মোট দর্শকসংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম ছিল।

তবে তরুণ দর্শকদের মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। নিলসেন ফাস্ট ন্যাশনাল রেটিংস অনুযায়ী, এবারের অনুষ্ঠানের সম্প্রচার এবিসি এবং হুলুতে গড় দর্শকসংখ্যা ছিল ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার। এটি প্রথমবারের মতো লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয়। তবে হুলুতে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়ার ফলে কিছু দর্শক শেষ দুটি পুরস্কার দেখতে পারেননি।

 

এদিকে, অস্কারের সম্প্রচারে মোট দর্শকসংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। ২০২৪ সালের আসরে এবিসি’তে ১ কোটি ৯৪ লাখ ৯০ হাজার দর্শক ছিল, যা চার বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে চূড়ান্ত দর্শকসংখ্যার হিসাব মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত হলে এই ব্যবধান কিছুটা কমতে পারে। 


 

তবে দর্শক কমলেও অন্য একটি বিষয় স্বস্তি দিচ্ছে অস্কার কতৃপক্ষকে। এবারের অস্কার ঘিরে তরুণ দর্শকদের আগ্রহ বেশ ইতিবাচক ধরা যায়।

সামগ্রিকভাবে দর্শকসংখ্যা কমলেও, ১৮ থেকে ৩৪ বছর বয়সী দর্শকদের মধ্যে এবারের আসর বেশ জনপ্রিয় ছিল। তথ্য বলছে, ১৮-৪৯ বছর বয়সী দর্শকদের কাছে অনুষ্ঠানটি ৩.৯২ রেটিং (প্রায় ৫২ লাখ ৫০ হাজার দর্শক) পেয়েছে, যা গত বছরের ৩.৮২ রেটিং থেকে বেশি এবং ২০২০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া, ১৮-৩৪ বছর বয়সী দর্শকদের কাছে অস্কার অনুষ্ঠানটি ৩.১৭ রেটিং (প্রায় ২২ লাখ ৭০ হাজার দর্শক) পেয়েছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ। তরুণদের মাঝে এ বছর অস্কার নিয়ে আগ্রহ অন্যান্যবারের চেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে।

 


 

হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, অস্কার আসর এখনও পর্যন্ত চলতি বছরের সবচেয়ে বেশি দেখা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক মাস আগে অনুষ্ঠিত গ্র্যামি অ্যাওয়ার্ডসে ১ কোটি ৫৪ লাখ দর্শক ছিল, যা অস্কারের চেয়ে কম। অস্কার ১৮-৪৯ বছর বয়সীদের মধ্যে ৩.৯২ রেটিং পেয়েছে, যেখানে গ্র্যামির রেটিং ছিল ৩.৯১। এছাড়া, এটি ২০২৪-২৫ সালের টেলিভিশনে সম্প্রচার হওয়া (খেলাধুলার অনুষ্ঠান ছাড়া) সর্বোচ্চ দর্শকপ্রিয়তা পাওয়া বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে, যা আগের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড ভেঙে দিয়েছে। চূড়ান্ত দর্শকসংখ্যার পরিসংখ্যান প্রকাশের পর এই প্রতিবেদন হালনাগাদ করা হবে।

এ বছর অস্কারে বাজিমাত করেছে শন বেকার পরিচালিত চলচ্চিত্র ‘আনোরা’। ছয়টি মনোনয়ন পেয়ে পাঁচটিতেই অস্কারজয় করেছে সিনেমাটি। সেরা অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছে মাইকি ম্যাডিসন (আনোরা)। সেরা অভিনেতার অস্কার ঘরে ‍তুলেছেন অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)। সেরা পরিচালকের পুরস্কারে ভূষিত হয়েছেন শন বেকার (আনোরা)। এছাড়াও বছরসেরাদের হাতে তুলে দেয়া হয় অস্কারের সম্মাননা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন