সিলেটে সড়ক দখলমুক্ত করতে ‘২৪ ঘন্টার আল্টিমেটাম’

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে সিলেটের সচেতন নাগরিক সমাজ।

 

 

 

বুধবার দুপুরে মহানগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন, বেলায়েত হোসেন মোহন প্রমুখ।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে চলাচল উপযোগী করতে হবে। এখানে ঠিকমতো চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সিলেট শহরে সংঘটিত ছিনতাই ও চুরিতে হকারদের আশ্রয় প্রশ্রয় রয়েছে। তাই নগরীর ফুটপাত হকারমুক্ত হলে চুরি-ছিনতাই কমে আসবে। 

 

 

হকাররা তাদের ব্যবসার জন্য নির্ধারিত স্থানে ফিরে না গেলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুশিয়ারি দেন বক্তারা। 

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন