ভারতের সিনেমায় ডেভিড ওয়ার্নার, রোজ ১ কোটি পারিশ্রমিক

gbn

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারের ভারতপ্রীতি নতুন করে বলার কিছু নেই। আইপিএলের সূত্রে তিনি ভারতেই নিয়মিত থাকেন স্ত্রী-সন্তানসহ। ভারতের কৃষ্টি কালচার নিয়েও তার ভালোবাসার শেষ নেই। সেইসঙ্গে ভারতের সিনেমা নিয়ে ওয়ার্নার বেশ আগ্রহী। প্রায়ই নানা সিনেমার প্রচারে দেখা যায় তাকে।

তিনি নিজে শোবিজের সঙ্গে জড়িয়ে আছেন নানাভাবে। অনেক তারকার সঙ্গে আছে তার বন্ধুত্ব। দীর্ঘদিন ধরে তেলেগু সিনেমায় অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছিলো। অবেশেষে গুঞ্জন সত্যি হলো। সাথে তার যুক্ত থাকার গুঞ্জন থাকলেও এবার তা সত্যি হতে চলেছে। তিনি হাজির হবেন তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ।

 

যদিও ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে ওয়ার্নারের উপস্থিতির গুঞ্জন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি। তবে ‘রবিনহুড’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটির প্রযোজক রবি শংকর এই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নিতিন।

ইকোনমিক টাইমসসহ বেশ কিছু গণমাধ্যম জানাচ্ছে, ওয়ার্নারের চরিত্রটি একটি ক্যামিও। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রতিদিন এক কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।

 

আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৫টি ম্যাচ খেলা ওয়ার্নার। তার নেতৃত্বে হায়দরাবাদ একমাত্র আইপিএল শিরোপা জয় করেছিল। এখনও হায়দরাবাদের ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি। ভারতের বিভিন্ন বিজ্ঞাপনে ওয়ার্নারকে দেখা গেছে।
খ্যাতিমান নির্মাতা এস এস রাজমৌলির সঙ্গেও তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন।

 

‘রবিনহুড’ সিনেমাটি ২০২৪ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কোনো কারণে সেটি হয়নি। নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মার্চ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন