ট্রাম্পের প্রত্যাবর্তন যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য মার্কিনিদের রেকর্ড আবেদন

gbn

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য মার্কিনি নাগরিকদের আবেদনের হিড়িক পড়েছে। ২০২৪ সালের শেষ প্রান্তিকে ব্রিটিশ নাগরিকত্বের জন্য মার্কিনিদের আবেদন সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০২৪ সালে ৬ হাজার ১০০র বেশি মার্কিন নাগরিক যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, যা ২০০৪ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ।

​​​​​​​

২০০৪ সালে তিন হাজারেরও কম মার্কিনি এই আবেদন করেছিলেন। ২০২৩ সালে আবেদন জমা পড়েছিল পাঁচ হাজারের কম। অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, ২০২৪ সালের শেষ তিন মাসে ১ হাজার ৭০০র বেশি মার্কিন নাগরিক আবেদন করেছেন, যা গত দুই দশকে কোনো প্রান্তিকে সর্বোচ্চ।

 

এর আগেও এমন প্রবণতা দেখা গেছে। ২০২০ সালের প্রথম ছয় মাসে ৫ হাজার ৮০০র বেশি মানুষ মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন, যা ২০১৯ সালের তুলনায় প্রায় তিনগুণ বেশি। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদ এবং করনীতির পরিবর্তনের কারণে তখন এই সংখ্যা বেড়েছিল বলে মনে করেন বিশ্লেষকরা।

 

এদিকে, ট্রাম্প নিজেও ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার যোগ্য হতে পারেন। কারণ, তার মা মেরি অ্যান ম্যাকলিওড স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন