পারভেজ ইমনের সেঞ্চুরিতে বিশাল জয় আবাহনীর

gbn

অগ্রণী ব্যাংকের সাথে ৩ মার্চ শেরে বাংলায় প্রথম খেলায় হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন (৫০)। কিন্তু তা কোনই কাজে লাগেনি। সে ম্যাচ হেরেছে পারভেজ হোসেন ইমনের দল আবাহনী।

আজ বৃহস্পতিবার বিকেএসপি ৪ নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবের সাথে দ্বিতীয় খেলাতে আরও উজ্জ্বল পারভেজ ইমন। এবার হাঁকালেন সেঞ্চুরি। বাঁহাতির ব্যাট থেকে এসেছে ১২৪ বলে ৮ ছক্কা আর ৯ বাউন্ডারিতে ১২৬ রানের বড়সড় ইনিংস। তার সাথে রান করেছেন মোহাম্মদ মিঠুনও।

প্রথম খেলায় ৭ রানে আউট হওয়া মিঠুন আজ করেন ৬৫ বলে ৭২ রান। শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৮ বলে ৩৫) ও মাহফুজুর রাব্বি (১৪ বলে ২৮) হাত খুলে খেললে আবাহনী ৩০০-এর ঘরে পৌঁছে যায়।

 

এই রানপাহাড়ে আর সবার অবদান থাকলেও একদমই কিছু করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ৯ রানে ফিরে গেছেন তিনি। খেলেছেন ২১ বল।

প্রথম ম্যাচ না খেলা জিসান আলম বড় ইনিংস খেলতে না পারলেও ইমনের সাথে ইনিংসের সূচনা করতে নেমে ৪২ বলে ৩৫ রানের সাবলীল ইনিংস উপহার দিয়েছেন। সব মিলে ব্যাটাররা জ্বলে ওঠায় আবাহনী পায় ৬ উইকেটে ৩১৩ রানের বড় স্কোর।

প্রথম খেলায় মোহামেডানের সাথে ২৯৮ রানের বিরাট স্কোর গড়ে ১০৭ রানের বড় জয় পাওয়া এক ঝাঁক তরুণের দল গুলশান ক্রিকেট ক্লাব আজকে আর সুবিধা করতে পারেনি। হেরেছে ১৬২ রানের বিশাল ব্যবধানে।

আবাহনীর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান (৪/৪০) ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর (৩/২৯) সাঁড়াশি বোলিংয়ের মুখে একদম দাঁড়াতেই পারেনি গুলশান ক্রিকেট ক্লাব।

 

মোহামেডানের সাথে আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা ওপেনার জাওয়াদ আবরার (১৮ বলে ৩৬), ওয়ান ডাউন খালেদ হাসান ( ৫৪ বলে ৪৯) আর নিচের দিকে নিহাদউজ্জামান (৩৫ বলে ৩৫) ছাড়া গুলশানের আর কেউ রান পাননি।

জিবি নিউজ প্রতিনিধি//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন