চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

gbn

দেখতে দেখতে শেষ হয়ে এলো ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে ভারত ও নিউজিল্যান্ড।

টিম ইন্ডিয়া দুবাইতেই সব ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড আবার লাহোরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুবাই পৌঁছে গিয়েছে। দুই দলই ফাইনালের জন্য নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই আবার আইসিসিও ঘোষণা করে দিয়েছে ফাইনাল ম্যাচে আম্পায়ার কারা হবেন, কে থাকবেন ম্যাচ রেফারি।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের জন্য চারজন আম্পায়ার এবং ম্যাচ রেফারির নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থকে ম্যাচ চলাকালীন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে।

ম্যাচের তৃতীয় আম্পায়ার হবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে।

 

আইসিসি টুর্নামেন্টের ফাইনাল ও সেমিফাইনালের আম্পায়ারদের নাম পরে ঘোষণা করা হয়। সেমিফাইনাল ও ফাইনালের দল আগে থেকে ঠিক করা থাকে না। যখন দলগুলি নির্ধারণ হয়ে যায়, তখন এটি মাথায় রাখা হয় যে, যে দু'টি দল খেলছে, সেই দেশের একজন আম্পায়ারও যেন না থাকে। এবার ভারত ও নিউজিল্যান্ডের দল ফাইনাল খেলছে, তাই এই দুই দেশের আম্পায়ারদের প্যানেলে জায়গা দেওয়া হয়নি।

জিবি নিউজ প্রতিনিধি//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন