ইনজুরির কারণে প্রায় ১৭ মাস বাইরে থাকার পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার। বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। সেই সময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে তার বাঁ হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) এবং মেনিসকাস ছিঁড়ে যায়।
১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপে (যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে) খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
৩৩ বছর বয়সী নেইমার চলতি শীতকালীন দলবদল মৌসুমে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন, ইনজুরির পর ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে। এর আগে, সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেললেও ইনজুরির কারণে ১৮ মাসে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন।
রোববার ব্রাগান্টিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করার পর নেইমার বলেন, তিনি তার সেরা শারীরিক অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন। এটি ছিল সান্তোসের হয়ে তার শেষ চার ম্যাচে তৃতীয় গোল।
নেইমার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি টেলিভিশনে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র-এর দল ঘোষণার মুহূর্ত দেখছেন এবং ক্যাপশনে লিখেছেন: ফিরে আসতে পেরে খুশি!
ব্রাজিল কোচও নেইমারের সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ডরিভাল জুনিয়র বলেন, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে বলার কিছু নেই। সে ধীরে ধীরে তার ফর্ম ফিরে পাচ্ছে, আমরা সেটি জানি। তবে আমরা বিশ্বাস করি, তার দক্ষতা ও গুণাবলী তাকে মাঠের যেকোনো পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। দলের অন্যান্য খেলোয়াড়রাও তার গুরুত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছে। আমরা অপেক্ষা করছিলাম তার ফেরার জন্য, এবার সুযোগ এসেছে। আশা করি, সে খুব খুশি থাকবে এবং আমরা তাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিতে পারব। তবে খুব বেশি প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না, তার ওপর সব দায়িত্ব চাপানো উচিত হবে না।’
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডারসন।
ডিফেন্ডার: দানিলো, গুইলহার্মে আরানা, ওয়েসলি, ভেন্ডারসন, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিয়োস, লিও অর্টিজ, মুরিলো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গেরসন, ম্যাথেউস কুনহা, নেইমার, লুকাস পাকেতা, এস্তেভাও।
ফরোয়ার্ড: জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনহো, ভিনিসিয়ুস জুনিয়র।
জিবি নিউজ প্রতিনিধি//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন