৬ দিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল

gbn

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সব ধরনের ত্রাণ সরবরাহ কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গত ছয় দিন ধরে অবরুদ্ধ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তাছাড়া ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য বরাদ্দকৃত শত শত মিলিয়ন ডলার বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার।

 

হামাসের সামরিক শাখার মুখপাত্র জানিয়েছেন, সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজা উপত্যকার যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনার জন্য মিশর ও আরব নেতাদের দ্বারা উত্থাপিত পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের কাছে পর্যাপ্ত বলে মনে হচ্ছে না।

 

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির স্থবিরতার মাঝেই আরব নেতারা গাজা পুনর্গঠনের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তবে এই প্রস্তাব বাস্তবায়নে রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। প্রতিক্রিয়াও মিশ্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাবের প্রতিক্রিয়ায় আরব নেতারা নতুন প্রস্তাব উত্থাপন করে। ট্রাম্প গাজার ২৩ লাখ অধিবাসীকে স্থানান্তর করে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন।

মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের নেতারা এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘও এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের সমতুল্য বলে অভিহিত করেছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যুদ্ধে ৪৮ হাজার ৪৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১১ হাজারের বেশি।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন