লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প

gbn

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, লেবাননে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন মিশেল ইসা। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মিশেল একজন অসাধারণ ব্যবসায়ী, একজন আর্থিক বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ একজন নেতা।

 

তবে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে ইসার পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। তিনি কূটনীতিক লিসা জনসনের স্থলাভিষিক্ত হবেন। লিসাকে ২০২৩ সালের ডিসেম্বরে বাইডেন প্রশাসন নিয়োগ দিয়েছিল।

বর্তমানে ইসা বৈশ্বিক আর্থিক সংস্থা নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে শিশু অবস্থায়ই পরিবারের সঙ্গে তিনি ফ্রান্সের প্যারিসে চলে যান।

 

প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জনের পর ইসা প্যারিস এবং নিউ ইয়র্কে ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একটি অটোমোবাইলের ডিলারশিপ কিনে নেন। এটি বিক্রি করে পরবর্তীতে তিনি নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ দেন।

 

 

ব্যবসায়ী হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও তার কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই বলে জানা গেছে। গত বছরের নভেম্বর থেকে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০২৩ সালে লেবাননে বিশাল আকারের একটি নতুন দূতাবাসের কাজও শুরু করা হয়েছে যা বাগদাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বলে জানা গেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন